গোপনীয়তার নিয়ম (প্রাইভেসি পলিশি)

রাষ্ট্রীয় অনুবাদ মিশন ("একটি মিশন/ অভিযান") আপনার সমস্ত তথ্যের গোপনীয়তা সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দয়া করে নিম্নলিখিত নিয়মাবলী পড়লেই জানা যাবে যে, মিশনের ওয়েবসাইট www.ntm.org.in (“সাইট”) -এর পরিদর্শক ও ব্যবহারকারীর তথ্য আমরা কিভাবে ব্যবহার করি ও সুরক্ষিত রাখি।

নিয়ম বা পলিশি অনুযায়ী এই সাইট ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত তথ্যের সংগ্রহ করতে/ধরে রাখতে পারবেন এবং তা ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
 

আমরা আপনার থেকে কিছু তথ্য সংগ্রহ করে থাকি

নিম্নলিখিত তথ্যগুলি মূলত আমরা আপনার সম্পর্কে নিয়ে থাকি:
  » রেজিস্টার করার সময় বা সাইটে কোন অনুসন্ধানের জন্য আপনার ব্যক্তিগত তথ্য (যথা আপনার নাম, যোগাযোগ, email অ্যাড্রেস ইত্যাদি) নিয়ে থাকি;
  » অনুসন্ধান সম্পূর্ণ করার জন্য আমাদের কিছু প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে এবং
  » পাঁচটি ডেটাবেসের তৈরী ও রক্ষনাবেক্ষণ করা হবে যথা ভারতীয় বিশ্ববিদ্যালয় ডেটাবেস, জাতীয় অনুবাদক নিবন্ধন (NRT), প্রকাশকের ডেটাবেস, অনূদিত গ্রন্থপঞ্জীর ডেটাবেস, ফ্যাকাল্টি ডেটাবেস/বিশেষজ্ঞদের তথ্যভাণ্ডার, অভিধান ও শব্দকোষের ডাটাবেস।
 

আপনার তথ্যের ব্যবহার

প্রদত্ত তথ্যের ব্যবহার:
  » আপনার অনুরোধের উপকরণ, পরিষেবা এবং তথ্য আপনাকে যথাযথ পৌঁছে দিতে আমরা সক্ষম;
  » আপনার কাছে ও আপনার কম্পিউটারের কাছে সাইটের তথ্য যথাযথ ভাবে উপস্থাপন করা হয়;
  » সাইটের নিয়ন্ত্রণ, সাহায্য ও উন্নতির জন্য সংগ্রহিত তথ্য আমরা পুনরায় বিশ্লেষণ করি;
  » আপনার অনুরোধের তথ্য, দ্রব্য বা সাহায্যও যেমন দেওয়া হয় তেমনি আবার আপনার আগ্রহ বাড়বে, বা আপনি যোগাযোগ করতে চাইবেন এমন কিছু বিশেষ তথ্যও এখানে দেওয়া হয়;
  » পরিষেবার ক্ষেত্রে কোন পরিবর্তন হলে আপনাকে জানানোর ব্যবস্থাও বর্তমান।
 
আমরা আপনার সঙ্গে ডাক ব্যবস্থা, টেলিফোন বা ফ্যাক্সের পাশাপাশি ই-মেল ও এস এম এস এও যোগাযোগ করতে পারি।
 

আপনার তথ্যের সংগ্রহন পদ্ধতি

সাইটের কিছু অংশে যাওয়ার জন্য আমরা আপনাকে একটি পাসওয়ার্ড দেব (বা আপনি নিজেও তা বেছে নিতে পারেন), পাসওয়ার্ডটি গোপন রাখা আপনার দায়িত্ব। এক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটি কাউকে না জানানোর জন্যই অনুরোধ করব ।

দুর্ভাগ্যবশত, ইন্টারনেটের মাধ্যমে তথ্য সঞ্চালন পদ্ধতি এখনও সম্পূর্ণ নিরাপদ নয়। তা সত্ত্বেও আমরা আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করি; যদিও এক্ষেত্রে সাইটে আপনার তথ্য সঞ্চালনের বিষয়ে আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারিনা। তবুও আপনার তথ্য পাওয়ার পরেই অনধিকার প্রবেশ রোধ করার যথাযথ পদ্ধতি এবং নিরাপত্তা বৈশিষ্ট্য ব্যবহার করার ব্যবস্থা আছে এখানে।
 

আপনার তথ্যের প্রকাশ

একমাত্র মিশনের অনুমোদিত কয়েকজন কর্মীই শুধু আপনার দেওয়া তথ্যের অ্যাক্সেস করতে পারে। তবে কোন কাজের প্রয়োজনে তৃতীয় কোন ব্যক্তিকেও আপনার তথ্য জানাতে পারি, কিন্তু তা অবশ্যই আপনার অনুমতি সাপেক্ষ।

গোপনীয়তার সমস্ত শর্তাবলী মেনে তৃতীয় পক্ষ আপনার তথ্য ব্যবহার করছে কিনা তা আমরা প্রতি পদক্ষেপে লক্ষ্য করি।

খুব প্রয়োজন না হলে বা আইনি নির্দেশিকা না থাকলে আপনার অনুমতি ছাড়া প্রদত্ত তথ্য আমরা কখনোই ভাগ, বিতরণ বা বিক্রি করি না।
 

আই পি অ্যাডরেস ও কুকিজ

আমরা আপনার কম্পিউটারের আই পি অ্যাডরেস, অপারেটিং সিস্টেম ও ব্রাউজারের ধরন সংক্রান্ত কিছু তথ্যও প্রয়োজনে নিতে পারি। এগুলি মূলত ব্যবহারকারীর ব্রাউজিং কার্যকলাপ ও ধরনের কিছু পরিসংখ্যান তথ্যই হয়ে থাকে। ওয়েবসাইটের উন্নতিতে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং তৃতীয় পক্ষের কাছে সামগ্রিক তথ্য জানাতেই এটি মূলত ব্যবহৃত হয়।

একই কারণে, আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে সংরক্ষিত কুকি ফাইল থেকে আপনার ইন্টারনেট ব্যবহারের সাধারণ কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারি। মূলত সাইটে আপনার গতিবিধির ওপর নজর রাখা, সাইটটির ব্যবহার কেমন হচ্ছে তা জানা এবং তার উপযোগীতা মূল্যায়নের জন্য আমরা এই তথ্যগুলি ব্যবহার করি। ট্র্যাকিং/ অনুসরণ পদ্ধতি চলাকালীন ব্যক্তিগত কোন তথ্য সংগ্রহ করা হয় না।
 

নিরাপত্তা

অবৈধ ব্যক্তি এবং বেআইনী প্রক্রিয়াকরণ, দুর্ঘটনাজনিত ক্ষতি, ক্ষয় বা লোকসান থেকে আপনার তথ্যতে সুরক্ষিত রাখার জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা করে থাকি।

প্রদত্ত ইমেল অ্যাডরেস ও অন্যান্য যোগাযোগের তথ্যের কোন পরিবর্তন হলে আমাদের তা জানিয়ে রেকর্ড আপডেট রাখতে সাহায্য করুন ।
 

গোপনীয়তা সংক্রান্ত নীতির সংস্করণ

আমরা যেকোন সময়ে এই নীতি সংশোধন করতে পারি। কোনো উল্লেখযোগ্য পরিবর্তন করা হলে সাইটে বিশেষ বিজ্ঞপ্তি পোস্ট করে আপনাকে জানানোর ব্যবস্থাও থাকে।
 

আপনার অধিকার

আমাদের রেকর্ডে থাকা তথ্যের একটা কপি খুবই কম মূল্যের বিনিময়ে আপনি আমাদের থেকে পেতে পারেন।

অনেক সময়ে, সাইটটি তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিঙ্ক ধার করতে পারে। আপনি সেইসব লিঙ্ক অনুসরণ করার সময় মাথায় রাখবেন যে প্রতিটি ওয়েবসাইটের নিজস্ব গোপনীয়তা নীতি আছে এবং সেই সমস্ত নীতির বিষয়ে আমাদের কোন রকম দায়িত্ব বা দায়বদ্ধতা নেই। তাই এই সমস্ত ওয়েবসাইটের কোন ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে দয়া করে সেই নীতি লক্ষ্য করে দেখবেন।