|
অভিধান
অনুবাদের জন্য অভিধান ও সমার্থ শব্দকোষের মত উচ্চমানের সরঞ্জামগুলি সংগঠিত করা এন টি এমের একটি অন্যতম উদ্দেশ্য।
২২টি ভারতীয় ভাষায় দ্বিভাষিক ও ই-অভিধান তৈরির কাজ চলছে। চলিত ভাষার ভিন্ন দৃষ্টিভঙ্গি, মূল গঠনের প্রাসঙ্গিকতা, ব্যাপক পরিমাণ উদাহরণ, প্রায়সই ব্যবহৃত আভিধানিক ও কার্যকরী পদগুলির দিক থেকে যা অনন্য ।
বর্তমানে বিভিন্ন ভারতীয় ভাষায় অভিধান তৈরির কাজ করছে এন টি এম। আভিধানিক নির্মাণের দুটি ধরণ বর্তমানে গৃহীত:
|
A) দ্বিভাষিক প্রাথমিক অভিধান
B) দ্বিভাষিক ই-অভিধান
|
দ্বিভাষিক প্রাথমিক অভিধান |
২০০৬ সালের মে-জুন মাস থেকে যৌথ উদ্যোগে ইউনাইটেড কিংডমে স্থিত লংম্যান পিয়ারসন গ্রুপের সঙ্গে ভারতীয় ভাষা সংস্থান, মাইসোর দ্বিভাষিক অভিধান তৈরির কাজ করেছিল। অনুবাদের সরঞ্জাম হিসাবে ব্যবহারের জন্য অভিধানগুলি তৈরি হচ্ছিল; এবং ২০০৮ নাগাদ এন টি এম তৈরি হওয়ার পর এই প্রকল্প এন টি এমের কাজের সাথে যুক্ত হয় ।
এই দ্বিভাষিক অভিধানগুলি ব্রিটিশ ন্যাশানাল করপাস (BNC) ভিত্তিক অত্যন্ত জনপ্রিয় প্রাথমিক ইংরেজি-ইংরেজি অভিধান অনুযায়ী তৈরি, যেটিতে প্রায় ১৪,০০০ -এর মত অতি প্রচলিত শব্দ এবং শব্দগুচ্ছ বর্তমান ।
লংম্যান-এন টি এম-সি আই আই এল প্রাথমিক দ্বিভাষিক অভিধান পর্যায়ক্রমে প্রকাশ হওয়ার কথা। বাংলা, হিন্দী, কন্নড়, মালায়ালাম, ওড়িয়া ও তামিল ভাষায় ৬টি অভিধান (তালিকা নিচে দেওয়া হল) ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে; পাঞ্জাবী, গুজরাটি, মারাঠী, তেলুগু এবং উর্দু অভিধান খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে।
|
|
|
২০১১-২০১২ সালে পিয়ারসন এডুকেশন (ইন্ডিয়া) দ্বারা প্রকাশিত অভিধানের তালিকা: |
|
১.
|
লংম্যান- CIIL ইংলিশ ইংলিশ হিন্দী অভিধান
|
|
২.
|
লংম্যান- CIIL ইংলিশ ইংলিশ বাংলা অভিধান
|
|
৩.
|
লংম্যান- CIIL ইংলিশ ইংলিশ কন্নড় অভিধান
|
|
৪.
|
লংম্যান- CIIL ইংলিশ ইংলিশ ওড়িয়া অভিধান
|
|
৫.
|
লংম্যান- CIIL ইংলিশ ইংলিশ মালায়ালম অভিধান
|
|
৬.
|
লংম্যান- CIIL ইংলিশ ইংলিশ তামিল অভিধান
|
আভিধানিক নির্মাণ কার্যের প্রসার এবং ভারতীয় সংবিধানের ৮ম অনুসূচীর তালিকাভুক্ত ২২টি ভাষায় অভিধান প্রকাশের জন্য এন টি এম কাজ করছে।
দ্বিভাষিক ই- অভিধান:
লংম্যান অ্যাডভান্সড বাইলিঙ্গুয়্যাল ফ্রেমওয়ার্ক (LABF) -এর ক্ষেত্রে পিয়ারসন এডুকেশনের XML ডেটাসেট ব্যবহারের লাইসেন্স ও পরামর্শ লাভের জন্য ডর্লিং কিন্ডার্সলে (ইন্ডিয়া) প্রা: লি: এর সাথে এন টি এম-সি আই আই এল একটি চুক্তি করেছে ।
এন টি এমের জন্য লংম্যান ইউ কে A-Z অক্ষরের LABF ডেটাসেট IDM সার্ভারে ইতিমধ্যে আপলোড করেছে। LABF ডাটাসেট ব্যবহৃত হবে ডিক্সেনারি প্রোডাক্সান সিস্টেমের (DPS)মধ্য দিয়ে, যা মূলত তৈরি করেছে লংম্যান এবং বাজারে এনেছে আই ডি এম (IDM), ফ্রান্স।
এন টি এম দ্বিভাষিক বৈদ্যুতিন অভিধান তৈরির ভিত্তি হল-
|
|
»
|
লংম্যান ডিক্সেনারি অফ কনটেম্পোরারি ইংলিশ
|
|
»
|
লংম্যান অ্যাডভান্সড আমেরিকান ডিক্সেনারি
|
|
»
|
লংম্যান ডিক্সেনারি অফ ইংলিশ অ্যান্ড কালচার
|
|
»
|
লংম্যান বিজনেস ডিক্সেনারি লংম্যান ডিক্সেনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ
|
|
»
|
ইনফরমেশন ফ্রম দ্য লংম্যান করপাস নেটওয়ার্ক
|
কিছু প্রয়োজনীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এন টি এম পিয়ারসন এডুকেশনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।
|
|
|
|