|
ভারতীয় বিশ্ববিদ্যালয় ডেটাবেস
এন টি এমের আরেকটি উদ্দ্যোগ হল ভারতীয় বিশ্ববিদ্যালয় ডেটাবেস, যার লক্ষ্য ভারতের
সব বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অ্যাকাডেমিক প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করা। বিশ্ববিদ্যালয়ে
পড়ানোর কোর্স, পাঠক্রম এবং পড়ানোর তালিকা সম্পর্কিত় সমস্ত তথ্য এখানে বর্তমান। এখানে
যে কেউ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ওয়েব-অ্যাডরেস অনুসন্ধান করতে পারেন। বর্তমানে,
ডেটাবেসটিতে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন(UGC) কর্তৃক স্বীকৃত ১৫৫টি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের
বিবরণ আছে। এইসমস্ত প্রতিষ্ঠানে পাঠ্যবিষয়গুলির পাঠ ও পাঠক্রম ডেটাবেসে উপলব্ধ। তথ্যের
এই সমগ্র করপাসে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বইয়ের শিরোনাম ও তার লেখক, প্রকাশক
প্রভৃতি সম্পর্কে বৈদ্যুতিন(ডিজিটাল)তালিকাও অন্তর্ভুক্ত।
দেশের যেকোন প্রতিষ্ঠানের কোর্স ও পাঠ্যতালিকা সম্পর্কে বিদ্বজ্জন ও শিক্ষানবিশদের
সাম্প্রতিক তথ্য দিতে মডিউলের অনুসন্ধান পদ্ধতি সক্ষম। বিশ্ববিদ্যালয়ের বোর্ড নিজেদের
পাঠক্রমের সংশোধন করার আগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পাঠ্যতালিকার পর্যালোচনা
করে নিতে পারে, যার ফলে, গ্রামীণ ও শহুরে উভয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেই এক ধরনের সমতা
আনা সহজ হয়। ভবিষ্যতে,ইচ্ছুক ব্যাক্তিদের কাছে সহজলভ্য করে তুলতে এন টি এম এই ডেটাবেস
সিডি (CD) ও অন্যান্য সুলভ মাধ্যম তথা ছাপা সংস্করণেও প্রকাশ করবে ।
|
|
|