সংস্কারপত্র

এনটিএম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, সংস্থার প্রসঙ্গে যেসমস্ত প্রতিবেদন বা তথ্য এই ওয়েবসাইটে দেয় তা হয় ডাউনলোড করা যায় অথবা ইমেলের মাধ্যমে সরাসরি পাঠানো যায়। জনসাধারণের পরিষেবায় এই প্রতিবেদন ও ওয়েব পেজগুলি www.ntm.org.in তে উপলব্ধ।

এই তথ্যগুলিতে যথার্থতা বা বানান সংক্রান্ত ত্রুটি এড়াতে, কোন বিজ্ঞপ্তি না দিয়েই তথ্যগুলি পরিবর্তন বা আপডেট করা হতে পারে। এই ওয়েবসাইটটি কোন প্রস্তাব বা চুক্তি তৈরি করে না।

প্রাসঙ্গিক মনে হলে, আমরা আপনার পরিষেবায় অন্যান্য ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি। যদিও, সাইট থেকে প্রাপ্ত অন্যান্য ওয়েব সাইট সম্পর্কে আমরা কোন রকম বিবরণ দিই না। আপনি যদি non-ntm.org ওয়েব সাইটটি অ্যাক্সেস করেন, সেক্ষেত্রে আপনার জেনে রাখা জরুরি যে সাইটটি www.ntm.org.in থেকে সম্পুর্ণ রূপে স্বতন্ত্র এবং সাইটটির বিষয়বস্তুর ওপর আমাদের কোন রকম নিয়ন্ত্রণ নেই। এমনকি, ওয়েব সাইটে non-ntm.org র লিঙ্ক দেওয়ার অর্থ কখনোই এমন নয় যে আমরা সেই সাইটটির বিষয়বস্তু, ব্যবহার বা এই ধরনের ওয়েব সাইটের মাধ্যমে উপলব্ধ পণ্য ও পরিষেবার দায়িত্ব গ্রহণ করছি বা তার প্রচার করছি।

সাইটটি ব্যবহার করে বা সাইটটিতে দেওয়া তথ্য/বিষয়বস্তু বা হাইপারলিঙ্ক থেকে ব্যবহারকারীর কোনো প্রত্যক্ষ, পরোক্ষ, কোনো বিশেষ আনুষঙ্গিক ক্ষতি হলে তার জন্য www.ntm.org.in দায়ী নয়। এমনকি এইধরণের ক্ষতির বিষয়ে আমরা আগে থেকে বিস্তারিতভাবে জানালেও মেল বা ডাউনলোডযোগ্য এমনকোনো প্রতিবেদনের বিশেষ অংশের সাথে হারানো প্রাপ্তি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা, কর্মসূচীর ক্ষতি বা অন্যান্য তথ্যের মত কোনো বিষয়েই কতৃপক্ষের দায় থাকেনা। প্রকাশিত বা উহ্য কোনো ওয়ারিন্টি ছাড়াই এই তথ্যগুলি “দায়মুক্ত”। কোনো বিশেষ ওয়ারিন্টি তথা বিক্রয়যোগ্যতা, নির্দিষ্ট কর্মতৎপরতা অথবা বিধিভঙ্গের ক্ষেত্রেও তা প্রজোয্য নয়।