|
পরিভাষা
জ্ঞানপাঠ অনুবাদের ক্ষেত্রে প্রথম প্রয়োজনীয় বিষয় হল প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক পরিভাষার অনুবাদ ও তার মান্যতা। এখনও পর্যন্ত ভারতীয় ভাষাগুলির পরিভাষার ক্ষেত্রে কোনরকম সমতা দেখা যায়না। তামিল, বাংলার মত কিছু ভাষায় পরিভাষার একাধিক উত্স পাওয়া গেলেও অন্যান্য অনেক ভাষাতেই কোন শব্দকোষ পাওয়া যায় না।
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরিভাষা আয়োগ / কমিশন ফর সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজির (CSTT) সঙ্গে যৌথ ভাবে এন টি এম ভারতীয় ভাষাগুলিতে পরিভাষার মান্যতা নিয়ে কাজ করছে।
তাড়াতাড়ি ও ভালো জ্ঞানপাঠ প্রকাশের তাগিদে পরিভাষা প্রকাশ ও বিশ্লেষণ করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অনুবাদ মিশনের চেষ্টা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরিভাষা আয়োগ/ কমিশন ফর সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজিকে (CSTT) আরও শক্তিশালী করেছে।
|
|
|
|