মিডিয়া

প্রাতিষ্ঠানিক পদ্ধতির সঙ্গে শ্রাব্য-দৃশ্য মাধ্যমকে এক করাই অনুবাদকের শিক্ষা কর্মসূচির অতিরিক্ত সংযোজন । প্রযুক্তি ও সম্পদের সর্বাধিক ব্যবহার করে এই নতুন মিডিয়া শ্রাব্য-দৃশ্য মাধ্যমে অনুবাদ ও ভারতীয় ভাষা নিয়ে শ্রাব্য-দৃশ্য উপস্থাপনা, তথ্যচিত্র প্রয়োজনা ইত্যাদির কাজ করে। এছাড়াও নানান স্তরে যথাযথ তথ্য প্রচারের জন্য মিডিয়া বিভিন্ন প্রোমো, সর্ট ফিল্ম, উপস্থাপনা ও বক্তৃতার নথিপত্র তৈরি করে ।