সম্পাদকীয় সহায়ক গোষ্ঠী( ইএসজি)

নির্বাচিত বইগুলির অনুবাদ ও প্রকাশনার কাজ নিরীক্ষণ করা ও পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি ভাষায় আট থেকে দশজন সদস্যের সম্পাদকীয় সহায়ক গোষ্ঠী তৈরি করা হয়েছে । সম্পাদকীয় সহায়ক গোষ্ঠীর সদস্যগণ নিয়মিতভাবে কর্মশালায় একত্রিত হয়--

  » অনুবাদক, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ও প্রকাশককে সনাক্ত করা এবং/অথবা পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে।
  » পরিভাষার বিষয়ে ও ধারনাগত কোনো সমস্যার ক্ষেত্রে অনুবাদককে গাইড/সাহায্য করে।
  » এন টি এম ও প্রকাশকের মধ্যে একটা সমঝোতা করানোর চেষ্টা করে।
  » অনূদিত সামগ্রী পর্যালোচনা করতে সাহায্য করে।