ব্যবস্থাপনার আয়োজন

ব্যবস্থাপনা

মূল সংস্থা হিসাবে CIIL জাতীয় অনুবাদ মিশনে স্থাপন এবং পরিচালনা করবে৷ CIIL-এর অধ্যক্ষ পরিকল্পনাটির পরিণতি দেওয়ার মূল আধিকারিক৷NTM-এর প্রকল্প অধ্যক্ষই NTM-এর প্রকল্প উপদেষ্টা মন্ডলী সভ্য সচিব হিসাবে কাজ করবেন৷

প্রকল্প উপদেষ্টা মন্ডলী(NTM-PAC)

NTM-এর কাঠামোটি নিম্নলিখত রূপে তৈরী হবে:
অধ্যক্ষ,কেন্দ্রীয় ভাষা সংস্থান, মাইসোর চেয়ার পার্সন
যুগ্ম সচিব (ভাষা) বা অধ্যক্ষ(ভাষা), উচ্চ শিক্ষা বিভাগ, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়, ভারত সরকারের মনোনীত একজন প্রতিনিধি সভ্য
JS & FA, বা IFD (মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালেয়ের) মনোনীত একজন প্রতিনিধি সভ্য
অধ্যক্ষ, কমিশন ফর সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল টার্মিনলজি, (CSTT) নয়া দিল্লী সভ্য
অনুবাদ শাস্ত্র পাঠ প্রদানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উক্ত বিভাগের দুইজন প্রতিনিধি সভ্য
ক্রমান্বয়ে বিভিন্ন রাজ্য থেকে ভাষা এবং অনুবাদের সাথে জড়িত সংস্থানগুলির দুইজন প্রতিনিধি সভ্য
ক্রমান্বয়ে ভাষা বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সভ্য
পুস্তকবিক্রেতা এবং প্রকাশকদের মধ্যে তিনজন প্রতিনিধি সভ্য
সচিব, সাহিত্য একাদেমি সভ্য
অধ্যক্ষ, ন্যাশনাল বুক ট্রাস্ট সভ্য
অনুবাদ যন্ত্র বা প্রযুক্তিগতক্ষেত্রে গবেষণায় নিযুক্ত বিভিন্ন IIT/NIT বা উদ্যোগ সংস্থাগুলির দুইজন প্রতিনিধি সভ্য
অনুবাদ প্রক্রিয়ার সাথে যুক্ত অনুবাদ বিশেষঞ্জ এবং অনুবাদে আগ্রহী প্রতিষ্ঠান/কর্পোরেট হাউস/স্বতন্ত্র ব্যক্তিদের সভ্য
প্রকল্প নির্দেশক, রাষ্ট্রীয় অনুবাদ মিশন, অথবা তাঁর অনুপস্থিতিতে কেন্দ্রীয় ভাষা সংস্থানের শিক্ষাসচিব সভ্য সচিব

NTM সমিতির সভ্যপদ

NTM-এর সভ্যপদ সাধারণত পেশাগত ও অপেশাগত অনুবাদক এবং অনুবাদকার্যে আগ্রহী বিভিন্ন সংস্থান এবং ব্যক্তিদের জন্য উন্মুক্ত হওয়া উচিত৷NTM-এর অধীনে নিবন্ধভুক্ত হওয়ার পুঙ্খানুপুঙ্খরুপে বর্ণনা ওয়েবসাইটে দেখা যাবে৷

প্রকল্প নির্দেশক

রাষ্ট্রীয় অনুবাদ মিশনের প্রকল্প নির্দেশককে সভাপতিরুপে যুগ্ম সচিব (ভাষা), সভ্য সচিব রূপে CIIL-এর অধ্যক্ষ,তিনজন বিশেষজ্ঞ-NTM-PAC-এর দুজন এবং সচিব(উচ্চ শিক্ষা বিভাগ)দ্বারা নিযুক্ত বাইরের একজন নিয়ে গঠিত একটি কমিটি নিযুক্ত করবে৷প্রকল্প অধ্যক্ষের অপরিহার্য এবং গুরূত্বপূর্ণ যোগ্যতাগুলি হল:

(i) NTM-এর প্রকল্প নির্দেশক পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হবে৷
(ii) প্রকল্প নির্দেশকের বয়স ৬০ বত্‍সরের কম হওয়া উচিত৷
(iii) নিযুক্ত ব্যক্তিটি যেন অনুবাদ শাস্ত্রে/ভাষা এবং সাহিত্য শাখায় (তুলনামূলক সাহিত্য পরিবেষ্ঠীত)/ভাষাতত্ত্বে ডক্টোরিয়াল উপাধিধারী হন এবং/অথবা যেন অনুবাদ ক্ষেত্রে একজন বিশিষ্ট পণ্ডিত হন৷
(iv) তাঁর যেন ন্যুনতম ১৫বছরের অধ্যাপনার/গবেষণার অভিজ্ঞতা থাকে৷
(v) অনুবাদ শাস্ত্রে/অভিধান শাস্ত্রের ক্ষেত্রে যেন প্রকাশনা থাকে৷
(vi) অনুবাদ সম্পর্কিত প্রকাশিত লেখার যেন যথার্থ প্রমাণ থাকে৷

NTM-এর প্রকল্প নির্দেশক CIIL-এর অধ্যক্ষের অধীনে কাজ করবেন,যেহেতু CIIL-অধ্যক্ষ মিশনটির মূল আধিকারিক হবেন এবং তাঁর দায়িত্ব হবে যথোচিত চুক্তি, কর্মসহযোগিতার উপায়, MoUs এবং এসাইনমেন্টের প্রাথমিক কাজ করা৷ NTM-এর প্রকল্প নির্দেশকের কাজের প্রকৃতি নিম্নলিখিতভাবে সূচিত করা যায়:


(a) প্রকল্প নির্দেশক সংস্থানের দ্বারা প্রেরিত নথী,প্রকাশনী/e-প্রকাশনা এবং সংস্থানের এইধরনের অন্য সম্পত্তির তত্ত্বাবধায়ক হবেন৷
(b) সংস্থার অধিকারসম্পন্ন ব্যক্তিদের হয়ে সরকারি আদান-প্রদান পরিচালনা করা৷
(c) PAC-এর সভাপতির নির্দ্দেশ অনুযায়ী NTM- PAC,কর্মদল এবং বিভিন্ন সমিতিগুলির সভা আয়োজন করা৷
(d) কমিটির সাথে মিটিংগুলির বিবরণ রাখা৷
(e) NTM-এর হিসাব-পত্র রাখা৷
(f) NTM- PAC-এর ক্ষমতার অধীনে অনুমোদিত অর্থ ঠিকমত কাজের জন্য ব্যয় হচ্ছে কিনা তা নিরীক্ষণ করা৷
(g) প্রত্যেক অর্থনৈতিক বছরের শুরুতেই মিশনের বাজেট নির্ধারণ করা এবং CIIL-এর অধ্যক্ষের মাধ্যমে মন্ত্রালয়ের সামনে সেটি বিবেচনা এবং অনুমোদনের জন্য উপস্থাপিত করা৷
(h) পরিচালনা মন্ডলীর দ্বারা অর্পিত প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতাকে ব্যবহার করা৷
(i) তত্‍সত্ত্বেও ভারতীয় সরকার প্রকল্প নির্দেশকের নিযুক্তির পর যেকোনো সময় তাঁকে অসত্‍ বা অশোভন আচরণের ভিত্তিতে সরিয়ে দিতে পারে৷

কর্মীবৃন্দ

NTM-এর জন্য কোনো স্থায়ী পদ তৈরী করা হয়নি৷প্রয়োজন অনুযায়ী কর্মীদেরকে স্বল্পমেয়াদি চুক্তির ভিত্তিতে নেওয়া হবে৷বেশিরভাগ কাজ যতটা সম্ভব আউটসোর্স করা হবে৷তথাপি,মোট ৬৫জন মৌলিক প্রকল্প কর্মীবৃন্দ থাকবে-যাঁদের মধ্যে একের তৃতীয়াংশ থাকবে দিল্লীতে এবং বাদ বাকি থাকবে মাইসোরে৷এ ছাড়াও বিশেষ কাজের জন্য,বিভিন্ন ভারতীয় ভাষায় বিশেষঞ্জ,বেশ কয়েকজন উপদেষ্টা থাকবেন৷

NTM-এর ৬৫জন কর্মীবৃন্দের বিবরণ সাময়িকভাবে নিম্নলিখিত রুপে তৈরী করা হয়েছে:

ক্র.নঃ শীর্ষ
1. মানব সম্পদ(মোট ৬৫জন)
(a) প্রকল্প নির্দেশক(১)@ ৪০,০০০ টাকা অতিরিক্ত
(b) উপনির্দেশক /অধ্যাপক (৪)-বিঞ্জান,প্রযুক্তি এবং সমাজ বিঞ্জান/কলা বিভাগের জন্য একজন করে @ ৩৫,০০০-৩৮,০০০ টাকা
(c) গবেষণা আধিকারিক/রিডার (১২)-উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের জন্য @ ২৯,০০০-৩২,০০০ টাকা
(d) জুনিয়ার গবেষণা আধিকারিক/সিনিয়ার অধ্যাপক এবং অধ্যাপকেরা (১২) চারটি অণ্ঞ্চলের জন্য এবং একটি উত্তর-পূর্ব অণ্ঞ্চলের জন্য @ ২০,০০০-২৬,০০০ টাকা
(e) সহযোগি গবেষক (৫) @ ১৫,৫০০-১৮,০০০ টাকা
(f) সিনিয়ার সম্পাদক/ওয়েব-সম্পাদক সমন্বয়ের জন্য (৫)-প্রত্যেকটি অণ্ঞ্চলের জন্য একজন করে এবং NER @ ২৪,০০০-২৬,০০০ টাকা
(g) উপ-সম্পাদক-প্রিন্ট এবং ওয়েব (৫)-@ ২০,০০০-২২,০০০ টাকা
(h) প্রশাসনিক আধিকারিক (একাউন্টস্)(১) @ ২২,০০০ টাকা
(i) অফিস পরিচালক (২)
(j) সিনিয়ার প্রকল্প প্রযুক্তিবিদ (৪) @ ২৪,০০০-২৬,০০০ টাকা
(k) জুনিয়ার প্রকল্প প্রযুক্তিবিদ (১০) @ ২০,০০০-২২,০০০ টাকা
(l) তথ্য লিপিবদ্ধকারি (২)-ইংরাজি/ভারতীয় ভাষা
(m) অফিস কর্মচারি-একাউন্টস্ (২)

১১তম পরিকল্পনা কালে অনুমানিত মোট ব্যয় (পরিবর্তনশীল):৪,২৬,৫৩,০১২ টাকা
 

অবস্থান

EFC (এবং PAMD) এটা স্থির করেছিল যে মিশনটির সব ক্রিয়াপ্রণালী একটি ছাতের নিচেই সীমিত রাখা হবে, এবং NTM এর জন্য স্থায়ী ভবনের নির্মাণ দরকার৷অতএব, এটি স্থির করা হয় যে মিশনের কাজ মাইসোরে, CIIL-এই শুরু হবে-যেহেতু মিশনের কাজ শুরু করার জন্য CIIL সুসজ্জিত এবং প্রয়োজনীয় ব্যবস্থাসম্পন্ন৷

তথাপি যেহেতু NTM, বিভিন্ন সরকারি দপ্তর এবং সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, IT/সফ্টওয়ার বিশেষঞ্জ, প্রকাশনী সংস্থা, স্বশাসনিক সাংস্কৃতিক সংস্থা, ভারতীয় এবং বিদেশি ভাষায় বিশেষঞ্জ ইত্যাদি-দের সাথে অবিরাম যোগাযোগ বজায় রাখবে সেহেতু এটির একটি সংযোগ দপ্তর দিল্লীতে বা জাতীয় রাজধাণী ক্ষেত্রে থাকবে কারণ দিল্লীতেই বেশিরভাগ প্রকাশনী কেন্দ্র, IT এবং বিভিন্ন ভারতীয় ভাষার বিশেষঞ্জ, বিভিন্ন সরকারি দপ্তর, স্বশাসনিক সাংস্কৃতিক সংস্থাগুলি ইত্যাদির অবস্থান৷দিল্লীর সংযোগ অফিসটি আপাতত একটি ভাড়া বাড়িতে অবস্থান করবে৷

স্থায়িত্ব

যতদিন বিভিন্ন ভাষায় সাহিত্যিক এবং ঞ্জানপাঠের অনুবাদের প্রয়োজনীয়তা থাকবে ততদিনই NTM-এর দরকার থাকবে৷যেহেতু ঞ্জান ক্রমবর্ধমান এবং নতুন পাঠ অবিরত রচনা করা হচ্ছে, নিকট ভবিষতে NTM-এর কাজের সমাপ্তি নির্ধারণ করা খুবই কঠিন৷